নেইমারের জন্য দেওয়া বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রস্তাব পিএসজির মনঃপূত হয়নি। বিবিসি রেডিও ফাইভ এ তথ্য জানায়।

ব্রাজিল ফরোয়ার্ডের সাবেক ক্লাব বার্সেলোনা ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি ফেলিপে কোটিনহোকে দিতে চেয়েছিল। ইভান রাকিটিচকে দেওয়ার ব্যাপারেও আলোচনা ছিল ফরাসি ক্লাবটির সঙ্গে।

অপরদিকে ২৭ বছরের তারকা ফুটবলারটির জন্য রিয়াল অর্থের পাশাপাশি দিতে চেয়েছিল গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজকে। পিএসজি ভিনিসিয়াস জুনিয়রকে চেয়েছিল। কিন্তু রিয়াল তাদের প্রস্তাবনায় ব্রাজিলের এই উঠতি ফরোয়ার্ডটিকে রাখেনি। কোনো প্রস্তাবই গৃহীত হয়নি। তবে ধারণা করা হচ্ছে পিএসজি খেলোয়াড়টিকে রিয়ালের কাছে বেচতেই বেশি আগ্রহী।

যদিও মাত্র দুই বছর আগে পিএসজি ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে তারকা স্ট্রাইকারটিকে কিনে এনেছিল। এখন পর্যন্ত কোনো ফুটবলারের ক্লাব বদলের ক্ষেত্রে এটাই বিশ্ব রেকর্ড। এই চুক্তিতে নেইমারের আরো তিন বছর খেলার কথা প্যারিসে।

ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে গত দুই মৌসুমে ৩৪ গোল করেছেন স্ট্রাইকারটি। উভয় মৌসুমেই ইনজুরিতে পড়েছিলেন তিনি। নইলে হয়তো গোলসংখ্যা আরো বেশি হতে পারত। ইতোমধ্যে পিএসজি তাকে ছাড়াই শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে।