অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 671 বার
সিলেট জেলার বিশ্বনাথে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ১১ দিনের মাথায় গতকাল সোমবার রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার রামপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত সমর আলী ওরফে সম্রাট নামে এক যুবককে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সম্রাট ছাতক উপজেলার আমনগর গ্রামের আরব আলীর ছেলে।
এ ঘটনায় সোমবার দুপুরে ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে গ্রেফতারকৃত সমর আলী ওরফে সম্রাটকে প্রধান আসামি করে এবং আরো দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) -এর আইনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন।
মামলায় অপর অভিযুক্তরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রামপুর গ্রামের ছাইম আলীর ছেলে জাকারিয়া, একই উপজেলার জামিরখাই গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম।
বিশ্বনাথ থানার এসআই লিটন রায় বলেন, গত ১ আগস্ট সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই স্কুলছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার রাতেই অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে ছাতক উপজেলার রামপুর গ্রামের জাকারিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া মামলার প্রধান আসামি সমর আলী ওরফে সম্রাটকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply