অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 372 বার
রাজধানীর বিমানবন্দরে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. সেলিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সেলিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের কর অঞ্চল ৯, ইনকাম ট্যাক্স অফিসের অফিস সহকারী হিসাবে চাকরি করতেন।
দুর্ঘটনার পর পথচারীরা সেলিমকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় আধুনিক হাসপাতাল উত্তরায় নিয়ে যায়। সংবাদ পেয়ে মৃতের ভাই ওই হাসপাতাল যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
উদ্ধার কারী পথচারীর বরাদ দিয়ে মৃতের ভাই আবু সায়েম বলেন, বিকাল সাড়ে ৪ টার সময় সেলিম বিমানবন্দর বাস স্টেশনে একটি বাসে ওঠার সময় পাশ দিয়ে আসা আরেকটি বাস চাপা দেয়। এতে সেলিম দু’বাসের মাঝে চাপা পরে।
ময়নাতদন্তের জন্য সেলিমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply