অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 701 বার
নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় মশার ওষুধ ছিটানোর সময় পৌর মেয়র মোতাহের হোসেন মানিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মেয়র ও তার গাড়ি চালক ওমর ফারুক গুরুতর আহত হয়।
শনিবার বিকাল ৪টার দিকে পৌর শহরের ডাক বাংলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাদের দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেয়র জানান, পৌর শহরে মশক নিধন অভিযান চলছে। আজ বিকালে তিনি ডাক বাংলো এলাকায় মশক নিধন অভিযান পরিদর্শনে যান। এ সময় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েকজন নেতাকর্মী তার উপর অতর্কীত হামলা চালায়। এ সময় তার গাড়ি চালক বাধা দিলে তাকেও বেদম মারধর করে। পরে স্থানীয় লোকজন চারদিক থেকে আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে পাওয়া যায়নি। মেয়র এখনও কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
Leave a Reply