অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 375 বার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া ১৮ মামলার আসামি ‘জ্বীনের বাদশাহ’ প্রতারক চক্রের মূল হোতা চিনু মিয়া (৩৮) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।
শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে গোবিন্দগঞ্জের কাটাখালী বাঁধের সাপগাছি হাতিয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চিনু মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, ৭ আগস্ট চিনু মিয়াকে গ্রেফতার করে আনার পথে হাতকড়াসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এদিকে চিনু মিয়া বৃহস্পতিবার গভীর রাতে জেলার চরাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছেন এ খবর পেয়ে পুলিশ কাটাখালী বাঁধ এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগীরা হাতের নাগালে চলে এলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে । আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে । পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ চিনু মিয়ার লাশ, অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply