অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 451 বার
সুনামগঞ্জের তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে একটি ইঞ্জিন নৌকাসহ চার যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সংসার হাওরে কয়লা বোঝাই নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকা, চারটি সিমকার্ডসহ দুটি মোবাইলফোন জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রাামের তফুর আলীর ছেলে জোবায়ের আহমদ (২৪), তরং গ্রামের খেলু মিয়ার ছেলে মোঃ আব্দুল কাহার (২৩), দক্ষিণকুল গ্রামের মৃত তাজ মাহমুদের ছেলে মোঃ কামাল উদ্দিন (৩৬) ও বেতাগড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে মোঃ সোলেমান (২৯)। পরে জব্দ করা মালামালসহ ওই চার আসামিকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, নৌপথে চাঁদাবাজি হচ্ছে এমন গোপান সংবাদ পেয়ে তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই চার চাঁদবাজকে গ্রেফতার করা হয়।
Leave a Reply