অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 523 বার
বহুল আলোচিত রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর কাশিবাড়ি গ্রামের সেই হ্যাপি বেগম ও শাহিদা বেগমের কাহিনী এখনও শেষ হয়নি। অপবাদ দিয়ে সালিশের নামে হাজার হাজার মানুষের সামনে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করার সেই নিষ্ঠুর ঘটনার দীর্ঘ নয় বছরেও বিচার হয়নি। নয় বছর ধরে মাসের পর মাস আদালতে আসছে আর ফিরে যাচ্ছে নির্যাতিতা নারী হ্যাপি বেগম। শুধু তাই নয় দীর্ঘ নয় বছর ধরে ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান আয়নাল ও তার লোকজন এক ঘরে করে রেখেছে হ্যাপি বেগমসহ পুরো পরিবারকে।
জানা গেছে ২০১১ সালের ২৬ জুন তারিখে রংপুরের বদরগজ্ঞ উপজেলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়নাল হক রাজারামপুর গ্রামের দুই নারী হ্যাপি বেগম ও শাহিদা বেগমকে নষ্টা মেয়ে অপবাদ দিয়ে স্থানীয় একটি লিচু বাগানে সালিশ ডাকে। সেখানে মাইকিং করে হাজার হাজার লোক জড়ো করে সালিশের নামে তাদের দোষী সাব্যস্ত করে দুই নারীকে চেয়ারম্যান আয়নাল হকের নির্দেশে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন করে। বিশেষ করে হ্যাপি বেগমকে লাঠি দিয়ে চোরের মতো পায়ের তলায় এবং শরীরের বিভিন্ন স্থানে অকথ্য নির্যাতন করা হয়। হ্যাপি বেগম দুবার জ্ঞান হারিয়ে ফেললে আবার তাদের শরীরে পানি ঢেলে জ্ঞান ফিরিয়ে নির্যাতন চালানো হয়। তার চুল কেটে দেয়া হয়। এই নির্যাতনের দৃশ্যের ভিডিও চিত্রসহ ছবি দৈনিক সংবাদসহ টেলিভিশনে প্রচারিত হয়। এ দৃশ্য দেখে দেশে-বিদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করে।
পরে র্যাব মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান আয়নালকে ঢাকা থেকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামি কারাগারে আটক থাকার পর সবাই জামিনে বেরিয়ে আসে। চাঞ্চল্যকর এই মামলাটিতে আয়নাল চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৫৭ জনের নামে পুলিশ চার্জশিট দাখিল করে। বর্তমানে মামলাটি রংপুর নারী শিশু নির্যাতন দমন আদালত ২ এ বিচারাধীন আছে। দীর্ঘ ৯ বছরেও মামলার বাদী হ্যাপি বেগমের আংশিক সাক্ষ্য গ্রহণ করা ছাড়া মামলার বিচার হচ্ছে না। বরং প্রধান আসামি আয়নাল দীর্ঘ দিন ধরে আদালতে হাজির হয় না। এদিকে অব্যাহত হুমকির পরেও মামলা তুলে না নেয়ায় দীর্ঘ নয় বছর ধরে এক ঘরে করে রাখা হয়েছে হ্যাপি বেগমের পুরো পরিবারকে। তাদের বাড়িতে আশপাশের কাউকে যেতে দেয়া হয় না, কেউ তাদের কাজে নেয় না-ফলে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটছে তাদের। হ্যাপি বেগমের আর্তনাদ বিচার পাবার আকুতি করেও বিচার পাচ্ছে না সে।
সর্বশেষ গত ২৫ জুলাই আদালত চত্বরে হ্যাপি বেগম তার বাবা-মাসহ সাক্ষীদের নিয়ে এসেছিল কিন্তু তাদের সাক্ষী হয়নি জানিয়ে এ প্রতিনিধিকে হ্যাপি বেগম জানান দীর্ঘ নয় বছর ধরে আমি সাক্ষী নিয়ে আসি আর ঘুরে যাই। আমার মামলার বিচার হয় না। এদিকে তাকেসহ পুরো পরিবারকে এক ঘরে করে রাখায় তারা অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটছে তাদের।
তিনি জানান, মামলার প্রধান আসামি আয়নাল হক দীর্ঘ দিন ধরে আদালতে হাজির হয় না, তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও বদরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ ছাড়াও মামলার বেশিরভাগ আসামি তারিখে আদালতে হাজিরার দিন আসে না। আবেদন করে সময়ের। এভাবেই নয় বছর কেটে গেলেও মামলার বিচার শুরই হচ্ছে না বলে অভিযোগ তার।
এ ব্যাপারে সিনিয়র আইনজীবী ও মানবাধিকার সংগঠক এমএ বাশার অ্যাডভোকেট জানান, হ্যাপি বেগমের মামলার বিচারের বাণী যেন নীরবে নিভৃতে কাঁদে-তা না হলে দীর্ঘ নয় বছরেও বহুল আলোচিত এই মামলার বিচার শুরু হলো না। নয় মাস নয়, কেন নয় বছর তাহলে হ্যাপি বেগমের মতো অসহায় নির্যাতিত নারীরা ন্যায় বিচার থেকে এভাবে বঞ্চিত হবে? তিনি দ্রুত মামলার বিচার শেষ করার দাবি জানান।
এদিকে সরকার পক্ষের আইনজীবী রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ২-এর বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেও স্বীকার করলেন হ্যাপি বেগম দিনের পর দিন সাক্ষী নিয়ে আসছেন আর ফিরে যাচ্ছেন। তিনি বললেন, অন্যান্য সাক্ষীদের হুমকি দেয়ায় তারা আসতে পারছেন না। তিনি নিজেই সাক্ষীদের নিরাপত্তা দাবি করেন।
আইনজীবীসহ মানবাধিকার কর্মীদের দাবি সালিশের নামে অকথ্য নির্যাতন এরপর দীর্ঘ নয় বছরেও বিচার না পাওয়া কি বার্তা দেবে বিচারপ্রার্থীদের। তার ওপর নয় বছর ধরে এক ঘরে রুদ্ধশ্বাস দিনযাপনকারী হ্যাপি বেগমের মামলা দ্রুত বিচার শেষ করার দাবি তাদের।সূত্র-দৈনিক সংবাদ
Leave a Reply