অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 440 বার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাইসেন্স বাতিলের পর নিজে থানায় গিয়ে অস্ত্র দুটি জমা দিয়ে এসেছেন চট্টগ্রামের যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম।
শনিবার দুপুরে সিএমপির খুলশী থানায় গিয়ে তিনি নিজেই শটগান ও পিস্তল জমা দেন।
এর আগে পহেলা আগস্ট লাইসেন্স বাতিলের নোটিশ তার বাসায় পৌঁছায় খুলশী থানা। লাইসেন্স বাতিল ও জব্দের নির্দেশ পেয়েও খুলশী থানা তা জব্দ করেনি।
অস্ত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, দুপুর সাড়ে ১২টার পর মাসুম নিজেই খুলশী থানায় অস্ত্রগুলো জমা দিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর এএফ কবির আহমেদ মানিক ২২ জুলাই দিদারুল আলম মাসুমের নামে বিশেষ বিবেচনায় বরাদ্দ থাকা দুটি অস্ত্রের (শটগান/৫৪৪৪/ডবলমুরিং ও পিস্তল/৩৩/খুলশী) লাইসেন্স বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ওই আবেদনে মাসুমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে উল্লেখ করেন কাউন্সিলর মানিক। নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবেও মাসুমকে অভিযুক্ত করা হয়।
এছাড়াও ছাত্রলীগ-যুবলীগের চার নেতা হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার পুলিশ অস্ত্র জব্দ করতে গেলে পুলিশকে জানানো হয় মাসুম চট্টগ্রামের বাইরে আছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার মাসুম দুপুরে লালখান বাজারে একটি মেজবানে অংশগ্রহণ করেছেন। রাতেও তাকে লালখান বাজার এলাকায় দেখা গেছে।
Leave a Reply