জাতীয় স্বদেশ | তারিখঃ আগস্ট ২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 409 বার
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মিডিয়াবাজী না করে সকলকে অ্যাকশন প্রোগ্রামে নামার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে দেশব্যাপি আওয়ামী লীগের ৩ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচীর দ্বিতীয় দিনের শুরুতে তিনি এ কথা বলেন।
ডেঙ্গুকে মানবিক সংকট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন: ডেঙ্গুর ভয়াবহ তাণ্ডব আজকে সারাদেশে ছড়িয়ে পড়েছে, এটা বাস্তব সত্য। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। পত্র পত্রিকার খবর অনুযায়ী ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী আমরা এখন পর্যন্ত সারাদেশে ১৮ থেকে ১৯ হাজার ডেঙ্গু আক্রান্তের খবর পাচ্ছি।
ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবস্থান তুলে ধরে ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে সরকার সিরিয়াস। ডেঙ্গু মোকাবেলায় মিডিয়াবাজী না করে অ্যাকশন অংশ নিন। একদিকে সচেতনতা আর এর নিধনে যা যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার দুই সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবেলায় সর্বস্তরের জনগণের এখনই এগিয়ে আসতে হবে। সরকার ও আওয়ামী লীগ সিরিয়াস ভাবে ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে। প্রাণঘাতী মশার বিরুদ্ধে আসুন সকলে সমন্বিতভাবে লড়াই চালিয়ে যাই। যতদিন ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা না যাচ্ছে, ততদিন আওয়ামী লীগ এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাবে।
ডেঙ্গু দমনে ব্যবহৃত ঔষধ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু বিস্তারকারী এডিস মশা দমনে কি ধরনের কার্যকারী ওষুধ প্রয়োগ করা যায় তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। অতি শীঘ্রই এডিস মশা দমনে কার্যকরী ঔষধ আনা হবে আর এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া হচ্ছে।
ডেঙ্গু শুধু বাংলাদেশের সমস্যা নয় মন্তব্য করে সড়কমন্ত্রী বলেন, এশিয়ার বিভিন্ন দেশে ডেঙ্গু মহামারী আকারে দেখা দিয়েছে। চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইনে এর প্রকোপে মানুষ মারা যাচ্ছে। এমনকি ভারতেও এর প্রকোপ শুরু হয়েছে। ফিলিপিন্সে ডেঙ্গু মহামারী আকারে দেখা দিয়েছে। দেশটিতে প্রায় ৮০০ মানুষ ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে।
Leave a Reply