হাইটেক | তারিখঃ জুলাই ২১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 525 বার
বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোন একটি ব্র্যান্ডের স্মার্টফোন দিয়েই এক যুগের বেশি সময় ধরে রমরমা ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। এখন আর সেই সুদিন নেই। আইফোনের প্রতি মানুষের আনুগত্য বা আস্থা দিন দিন কমছে। তুলনামূলক চড়া দাম ও উদ্ভাবনী ফিচার না থাকায় অনেক ডিভাইস ব্যবহারকারী আইফোন ব্যবহার ছেড়ে দিচ্ছেন। ব্যাংকমাইসেল নামে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড ট্রাস্ট প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
ব্যাংকমাইসেল গত বছরের অক্টোবর থেকে ৩৮ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। দেখা গেছে, ২০১৮ সালের মার্চের তুলনায় অক্টোবর পর্যন্ত আইফোন ব্যবহার ধরে রাখার হার ১৫ দশমিক ২ শতাংশ কমেছে। ২৬ শতাংশ নতুন কোনো ব্র্যান্ডের দিকে যাওয়ার কথা বলেছে। অন্যদিকে মাত্র ৭ দশমিক ৭ শতাংশ গ্যালাক্সি এস৯ ব্যবহারকারী আইফোন ব্যবহারের পরিকল্পনার কথা বলেছে। এছাড়া ৯২ দশমিক ৩ শতাংশ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের পক্ষে মতামত দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বিশ্বব্যাপী প্রায় ১৮ শতাংশ আইফোন ব্যবহারকারী স্যামসাং ডিভাইস ক্রয়ের লক্ষ্যে তাদের ডিভাইস বিক্রি করেছে। ২০১১ সালের পর ব্যবহারকারীদের আইফোনের প্রতি আনুগত্য সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।খবর সিনেট।
Leave a Reply