জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ১২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 460 বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। ডাচ রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন বাসসকে এসব তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে নেদারল্যান্ডসের বিশেষায়িত দক্ষতা, বিশেষ করে নদীশাসনে ডাচ অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার সম্পর্ক বর্তমানে খুবই চমৎকার এবং তিনি আশা প্রকাশ করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।
এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য একটি বড় বোঝা উল্লেখ করে রাষ্ট্রপতি মিয়ানমারের এসব নাগরিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসভূমিতে ফেরা নিশ্চিত করতে নেদারল্যান্ডসসহ গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন।
Leave a Reply