জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ১০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 482 বার
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে না দেওয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, যদি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালত নামায় স্বাক্ষর করতে না দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারেন্টেন্ড বরাবর এ নোটিশ পাঠানো হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম জিয়া দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বার বার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালত নামায় স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। যেটা একজন বন্দির অধিকারের পড়ে। এটা তার আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার।
তিনি বলেন, খালেদা জিয়ার কাছে আমরা ওকালত নামা পৌঁছাতে পারছি না। বার বার দিয়েছি। স্বাক্ষর করা ওকালতনামা পাচ্ছি না। যে কারণে তার পক্ষে আইগত পদক্ষেপ নিতে বাধাগ্রস্ত হচ্ছি। এ কারণে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
Leave a Reply