অর্থনীতি | তারিখঃ জুলাই ৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 490 বার
বার্মিংহামের ক্যাসল ব্রমউইচে নিজ প্লান্টে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে ১০০ কোটি পাউন্ড বিনিয়োগ করার কথা জানিয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। প্রথমদিকে জাগুয়ার এক্সজের বৈদ্যুতিক ভার্সন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। জেএলআর জানিয়েছে, এ বিনিয়োগ ওই প্লান্টের ২ হাজার ৭০০ কর্মসংস্থান নিশ্চিতে সাহায্য করবে। জানুয়ারিতে কোম্পানিটি জানিয়েছিল, তারা সাড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যার মধ্যে বেশির ভাগই থাকবে যুক্তরাজ্যের কর্মী। এক বিবৃতিতে কোম্পানিটি বলছে, ২০২০ সাল থেকে গ্রাহকদের জাগুয়ার ও ল্যান্ড রোভারের সব মডেলের বৈদ্যুতিক ভার্সন আনার প্রতিশ্রুতি দিয়েছি আমরা। এ প্রতিশ্রুতি রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ ঘোষণা। বৈদ্যুতিক গাড়ি নির্মাণের জন্য উৎপাদন কারখানায় যে ধরনের পরিবর্তন আনতে হবে, তা হবে প্লান্টটির ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সূত্র: বিবিসি
Leave a Reply