জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 410 বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকের এ দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রন্থাগারের পেছনের গেটের কাছে আগুন লাগলে তাৎক্ষণিভাবে তা নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে আগুন নেভান। এসময় সেখানে উপস্থিত অনেক শিক্ষার্থীকে বাইরে বের হয়ে আসতে দেখা যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে গ্রন্থাগারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষরক্ষতির পরিমান জানা যায়নি।
Leave a Reply