বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ভাসছে ৪৩টি কনটেইনার। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও টার্মিনালে পরিবহন করে নিয়ে যাবার পথে কেএসএল গ্ল্যাডিয়েটর নামে একটি জাহাজ থেকে এসব কনটেইনার সাগরে পড়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে রোববার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম। তবে কনটেইনারগুলোতে কী ধরনের মালামাল ছিল তিনি তা জানাতে পারেননি। এদিকে দুর্ঘটনার কারণে হাতিয়া চ্যানেল দিয়ে জাহাজ বা অন্যান্য নৌযান চলাচলেও কোনো বাধা সৃষ্টি হচ্ছে না বলে জানান তিনি। জাফর আলম জানান, কনটেইনারবাহী জাহাজটি শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার বুড়িগঙ্গায় পানগাঁও টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। জাহাজটিতে কনটেইনার ছিল মোট ৮৬টি। এর মধ্যে ৬৭টি কনটেইনার পানগাঁও সংলগ্ন সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের জেটিতে এবং বাকি ১৯টি পানগাঁওতে খালাসের কথা ছিল।