প্রবাস | তারিখঃ মে ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 470 বার
দক্ষিণ আফ্রিকায় নিউ ক্যাসেল শহরে বুধবার দিবাগত রাতে জয়নাল আবেদীন (৩০) নামের এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জয়নাল আবেদীন টাঙ্গাইল জেলার কালিহাতীর টেরকী গ্রামের রোস্তম আলীর ছেলে। শনিবার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার লাশ সোমবার দেশে আনা হবে।
নিহতের মামা দুদু মল্লিক জানান, দশ বছর আগে সে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে নিউ ক্যাসেল শহরে একটি মুদি দোকানের ব্যবসা করত। দোকানের পাশে সে থাকতো। বুধবার রাতে কাজ শেষে জয়নাল ঘুমিয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টার দিকে অজ্ঞাতরা জয়নালকে ডাক দেয়। বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে জয়নাল মারা যায়। পরে সেখানকার প্রতিবেশী এক বাঙালী যুবক জয়নাল আবেদীনের মৃত্যুর বিষয়টি বাড়িতে জানান।
দুদু মল্লিক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে টাকার জন্য জয়নালের পরিচিতরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বুধবার বিকেলে সে বাড়িতে ফোন করে জানায় কানাডায় চলে যাবে। এ জন্য নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছে। সেখানে জয়নাল একটি গাড়িও কিনেছিল। কানাডা যাওয়ার আগে দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। ঈদে বাড়িতেও আসার কথা ছিল তার।
কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুর রহমান বালা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে ২০১৫ সালে খুন হয় জয়নাল আবেদীনের ছোট ভাই আলামিন (২৫)। সে ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা করত। হঠাৎ একদিন নিখোঁজ হয় আলামিন। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আলামিনের লাশ উদ্ধার করে পুলিশ। দুই ছেলেকে হারিয়ে তাদের পিতা-মাতা এখন পাগল প্রায়।
Leave a Reply