জাতীয় স্বদেশ | তারিখঃ মে ৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 449 বার
নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-চাটখিল প্রধান সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ সময় অন্তত ২৫ জন আহত হয়েছে।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ১১ নং পোল মুন্সির রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর উদ্দিন (৪০), সিরাজগঞ্জ জেলার জহিরুল হকের ছেলে নুর আলম (৪৫), অজ্ঞাত (৩৫)।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত যাত্রী ফারুক ও আব্দুর রহিম জানান, চালকের পাশে বসা এক নারী যাত্রীর দিকে বারবার তাকাচ্ছিলেন চালক। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে ফেলে দেন। আহত অবস্থায় চালক পালিয়ে যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে জননী সার্ভিসের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে চাটখিল বাজার পার হয়ে এসে ১১ নং মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
Leave a Reply