জাতীয় স্বদেশ | তারিখঃ মে ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 838 বার
চলচ্চিত্র অঙ্গনে শিশু বয়সেই বেশ জনপ্রিয় সি ছোট্ট দীঘি এবার এস এস সি পাস করেছে।
‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো?’
দীঘির কথা এখনো অনেকের মনে আছে নিশ্চয়? এবারে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভিনেত্রী দীঘি ‘এ-মাইনাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
আজ সোমবার এসএসসির ফল প্রকাশের পর দিঘীর এ ফলাফলের খবরটি জানিয়েছেন তার বাবা ও অভিনেতা সুব্রত বড়ুয়া।
এমন রেজাল্ট পেয়ে দিঘীর মন খারাপ হলেও খুশি হয়েছেন বাবা সুব্রত।
তিনি বলেন, ‘স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল দীঘি।আশানুরূপ ফলাফল হয়নি তার। জিপিএ-৩.৬১ পেয়েছে সে।এতেই মন খারাপ করে বসে আছে। কিন্তু আমরা খুশি হয়েছি। সামনে ভালো করার চেষ্টা করবে সে।’
সুব্রত আরও বলেন, ‘দীঘির আশা ছিল আরও ভালো কিছু হবে। প্রতিটি বিষয়ে ভালোই করেছে,তবে একটি বিষয়ে ফল কিছুটা খারাপ হওয়ায় পয়েন্ট কমে গেছে তার।’
দীঘিকে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।
প্রাইমারী স্কুলে পড়ার সময় একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম সিনেমায় অভিনয় করেই ২০০৬ সালে ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘বাবা আমার বাবা’, ‘১ টাকার বউ’ ও ‘অবুঝ শিশু’র মতো দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন এ অভিনেত্রী।
দীঘি অভিনেতা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে। বেশ কয়েকবার তার অভিনয় ফেরার কথা শোনা গেলেও এখন পর্যন্ত তেমন কিছু দেখা যায়নি।
Leave a Reply