জাতীয় স্বদেশ | তারিখঃ মে ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 614 বার
তারেক রহমান জীবনেও তাঁর মা খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারবেন না বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে এ প্রতিক্রিয়া জানান তিনি।
প্রতিবারই নেতাকর্মীরা লন্ডনে প্রধানমন্ত্রীর অবস্থান করা হোটেলের বাইরে ভিড় জমায়, তাঁর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে। প্রধানমন্ত্রীও সাধ্যমতো নেতাকর্মীদের সাক্ষাৎ দেন। তবে এবার হোটেলের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি।
ধারণ করা ফোনবার্তায় শেখ হাসিনা নেতাকর্মীদের হোটেলের সামনে জড়ো হতে নিষেধ করেন। তিনি বলেন, হোটেলের সামনে প্রতিবার বিশৃঙ্খলার কারণে লন্ডন শহরে ভালো মানের হোটেল পাওয়া যাচ্ছে না। আমি চিকিৎসা শেষে আপনাদের সঙ্গে দেখা করব। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার চোখের চিকিৎসকের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথাও জানান তিনি।
একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান তার লোক লাগিয়ে আমাকে অপমান করতে চায়। তিনি বলেন, এ রকম করলে সে তার মাকে (খালেদা জিয়া) জীবনেও জেল থেকে বের করতে পারবে না।
তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী লন্ডন সফরের সময় প্রতিবারই যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে, তাঁর অবস্থান করা হোটেলের বাইরে বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
গত বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
Leave a Reply