মোকাব্বির খানকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বললেন ড. কামাল হোসেন। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বেলা তিনটার পর মোকাব্বির খান মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে যান। এসময় চেম্বারে ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

মোহাম্মদ উল্লাহ মধু গণমাধ্যমকে বলেন, উনি (মোকাব্বির খান) স্যারের রুমের দরজা খুলে স্যারকে সালাম দেন। তখন স্যার বলেন, ‘আপনি কার অনুমতি নিয়ে বলেছেন যে, গণফোরাম থেকে আপনাকে শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে?’

মধু বলেন, এ সময় মোকাব্বির খান চুপ করেছিলেন। তখন স্যার রাগ হয়ে বলেছেন, ‘আমি দ্বিতীয়বার আপনার চেহারা দেখতে চাই না। গেট আউট। আপনার জন্য আমার দরজা চিরতরে বন্ধ।’
এরপর ড. কামাল হোসেন তার অফিসের কর্মচারীদের বলেন, ‘এই বিশ্বাসঘাতক বেঈমানকে কখনো আমার অফিসে ঢুকতে দিবে না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির। এরপর ২ এপ্রিল দুপুরে শপথ নেন তিনি।

উল্লেখ্য , মোকাব্বির খান শপথ নেওয়ার আগে সাংবাদিকদের বলেছিলেন, দলের সিদ্ধান্তেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। তবে গণফোরাম থেকে তা অস্বীকার করা হয়েছে।