জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 680 বার
রাজধানীর গুলশানে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে গুলশান-২ নম্বরে ওই ভবনের পাঁচ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুনের কয়েক ঘণ্টার ব্যবধানে লাগা এ আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাদত সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এতে প্রাথমিকভাবে তেমন কোনও ক্ষয়ক্ষয়তির তথ্য পাওয়া যায়নি।
কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান শাহাদত।
এর আগে ভোর ৫টার দিকে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
গত বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ আগুন লাগে বনানীর এফ আর টাওয়ারে। ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply