জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ১৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 486 বার
স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । সোমবার সকালে দুদকের উপপরিচালক মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ জনের দল রাজধানীর উত্তরা মডেল টাউনে ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কে আবজালের বাড়িটি ক্রোক করে।
‘তামান্না ভিলা’ নামে পাঁচতলা বাড়িতে থাকতেন আবজাল হোসেন। অভিযানের সময় বাড়িটি তালাবদ্ধ ছিল। আবজাল হোসেন কোথায় আছেন তাও কেউ জানাতে পারেননি।
গত ২১ জানুয়ারি আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের আদেশের পর তাদের সব ধরনের সম্পদ স্থানান্তর, হস্তান্তর, বিক্রি, লেনদেন বন্ধ করা হয়।
দুদক উপপরিচালক ও আবজাল দম্পতির অভিযোগ অনুসন্ধান দলের প্রধান সামছুল আলম তাদের সব ধরনের সম্পত্তি জব্দ করার আবেদনটি আদালতে পেশ করেছিলেন। গত ১০ জানুয়ারি এই কর্মকর্তা আবজালকে জিজ্ঞাসাবাদ করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের বিশেষ শাখা থেকে আবজাল ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
অনুসন্ধানে তাদের নামে স্থাবর-অস্থাবর বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে, যা তাদের বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। তাদের নামে বাড়ি, গাড়ি, জমি, প্লট, মেয়াদি আমানত, বিভিন্ন ব্যাংকে জমানো টাকা, ব্যবসায়িক কোম্পানিসহ নানা ধরনের সম্পদ পাওয়া গেছে। তারা গোপনে অর্থ পাচার করে বিদেশেও সম্পদ করেছেন। অনুসন্ধানে তাদের নামে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পাওয়া গেছে।
Leave a Reply