জাতীয় স্বদেশ | তারিখঃ মার্চ ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 377 বার
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘শিবির না করার অপরাধে’ এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেনের (৩৮) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদরাসায়।
মারধরের শিকার ওই ছাত্রের নাম মো. বায়েজিদ বোস্তামি (১৪)। তার বাবার নাম মোস্তফা বেপারি।
ঘটনার পর আহত অবস্থায় বায়েজিদকে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে বায়েজিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মাদরাসার প্রধান শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্রশিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সে রাজি না হওয়ায় গতকাল রাতে তাকে পেটাতে থাকেন ইমরান। এতে সে আহত হয়।
প্রধান শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বায়েজিদ তার কথা না শোনায় তিনি শাসন করেছেন। এছাড়া যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। তিনি এমন কোনও কারণে বায়েজিদকে মারধর করেননি।
Leave a Reply