ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে নিজেদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু ছাত্র হলগুলোতে প্যানেল দিতে পারলেও মেয়েদের কোনো হলে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল।

খোঁজ নিয়ে জানা যায় জগন্নাথ হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে প্রয়োজনীয় সংখ্যক নেত্রীর অভাবে প্রার্থী দিতে পারেনি ছাত্রদল।

ছাত্রদলের দাবি, আবাসিক হলে অবস্থানকারী ছাত্রদলের অনেক নেতাকর্মী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও ছাত্রলীগের হুমকির ভয়ে মনোনয়ন পত্র জমা দেয়নি তারা। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই দায়ী করছে ছাত্রদল।

মেয়েদের হলে প্রার্থী দিতে না পারার কারণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বলেন, দীর্ঘ দিন ছাত্রদল ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় হলগুলোতে কর্মীর সংকট রয়েছে। মেয়েদের মধ্যে যারা হলে থাকেন তারা প্রকাশ্যে ছাত্রদল করতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে। এছাড়া হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তাই আমরা ঐ হলগুলোতে প্রার্থী দিতে পারিনি।