জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 616 বার
কক্সবাজারের উখিয়ায় ৩ জার্মান সাংবাদিকসহ পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আইফোন, পাসপোর্ট, ক্যামেরাস্ট্যান্ড, অ্যালুমিনিয়াম ইক্যুইপমেন্ট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রোহিঙ্গা নাগরিক জিয়াবুল হক, জামাল হোসেন, নুরুল হাকিম, সিরাজ মিয়া, খায়রুল আমিন, মো. ইদ্রিস, ছৈয়দ আলম, রফিক, শাহজান ও ফরিদ আলম।
গত বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে লম্বাশিয়া ১নং ক্যাম্পে মাসহ দুই কন্যাশিশুর সাক্ষাৎকার নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জার্মান সাংবাদিকরা। এ সময় বুশেরা বেগম (৯), কাচুনামা আকতার (৮) ও তাদের মা হাসিনা আকতারকে (৩৫) একটি টমটমে করে লম্বাশিয়া বাজারে যেতে বলেন। ভালো কাপড়-চোপড় কিনে দিয়ে তাদের একটি ভিডিওচিত্র ধারণ করার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় শিশু দুটি অপহরণের ভয়ে চিৎকার দিলে রোহিঙ্গারা লাঠিসোটা নিয়ে জার্মান সাংবাদিকদের ওপর হামলা চালায়। পাসপোর্টসহ দরকারী কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাদের জিম্মি করে রাখে রোহিঙ্গারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় জার্মান সাংবাদিকদের দোভাষী মো. সিহাব উদ্দিন (৩৫) বাদী হয়ে উখিয়া থানায় রোহিঙ্গাদের আসামি করে একটি এজাহার দায়ের করেন।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply