নোয়াখালীতে খাল দখলমুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় লোকজন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকার লোকজন এই কর্মসূটি পালন করে। মানববন্ধনকারীরা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।

মানবন্ধনকারীরা জানান, নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়নের ওপর দিয়ে নোয়াখালী খালের একটি শাখা খাল বয়ে গেছে। কিন্তু ভূমিদস্যুরা খালের দুই পাশে অবৈধ প্রক্রিয়ায় খাল ভরাট করে দোকান নির্মাণে করে। যার কারণে এলাকায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে স্থানীয় লোকজন নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার সারাদেশে অবৈধ খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। আমাদের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে অবৈধ খাল দখল মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মানববন্ধন বক্তব্য রাখেন, মোহাম্মদ হোসেন রানা, শাহাদাত হোসেন রিয়াদ, তসলিম উদ্দিন সৌরভ, আজম খান, কাজী সোহাগ প্রমুখ।