পরকীয়া বন্ধে দণ্ডবিধি ৪৯৭ ধারার সংশোধন দাবি করেছেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’র (বাপুঅফা) নেতারা। আজ রোববার পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে তারা এ দাবির কথা বলেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন।
এসময় সংগঠনটির নেতারা পরকীয়া বন্ধের নানা দিক তুলে ধরেন এবং এটি বন্ধে দণ্ডবিধি ৪৯৭ ধারার সংশোধন দাবি করেন।

সংগঠনটির নেতারা দাবি করেন, নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করে ঘরে ও বাইরে পুরুষদের নির্যাতন করা হচ্ছে। আর পুরুষদের নির্যাতন থেকে সুরক্ষা দেবার মতো আইন না থাকার কারণে দিন দিন এ ধরনের নির্যাতন বেড়েই চলেছে।

সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুর আলম বলেন, ‘২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথম পুরুষ নির্যাতনের প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। আজও একই প্রতিবাদে যখন দাঁড়িয়েছি ততদিনে পুরুষ নির্যাতন অনেক বেড়ে গেছে।’এসময় তিনি ৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করার দাবি জানান।শেখ খায়রুল আলম বলেন, ‘পুরুষরা ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হলেও আত্মসম্মানের ভয়ে কিছু প্রকাশ করতে পারেন না।’