বিদেশ | তারিখঃ জানুয়ারি ৩১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 460 বার
ক্ষমতায় আসার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র, ইসলামিক স্টেটের (আইএস) পরাজয়সহ বিভিন্ন হুমকির বিষয়ে গোয়েন্দা প্রধানদের দাবির সঙ্গে প্রকাশ্যে দ্বিমত পোষণ করেছেন তিনি।
মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে বৈশ্বিক হুমকি সংক্রান্ত এক শুনানিতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরিত্যাগ করার সম্ভাবনা নেই। আইএস পরাজিত হয়েছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত জানিয়েছেন তাতে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা স্থাপনা ও মিত্রদের জন্য হুমকি বাড়বে। এছাড়া রাশিয়া এবং চীনের হুমকি বাড়ছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশ দু’টি ‘সাইবার গুপ্তচরবৃত্তি’র চেষ্টা করতে পারে। বৈশ্বিক হুমকি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে তারা আরও বলেছেন, বর্তমানে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না।
গোয়েন্দাদের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে ট্রাম্প বুধবার টুইট বার্তায় বলেন, খুব শিগগিরই আইএস পরাজিত হবে। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার বড় সুযোগ রয়েছে। খবর:রয়টার্সের
Leave a Reply