জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৩১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 404 বার
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। এ ছাড়া তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব।
আজ বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন এসব কথা বলেন। জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে কি না, জানতে চান সাংবাদিকেরা। কামাল হোসেন বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট তো ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।’
ড. কামাল আরো বলেন, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। রাস্তায় আমরা হাটি। দেখুন জিজ্ঞাসা করুন, এই দেশের মালিক জনগণ কি না। কেউ একজন কি বলবে ‘না’?
গণফোরামের দুজন সদস্যের শপথ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
একাদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে বলেন, এই সংসদের ব্যাপারে সব কিছু জেনে বিচার-বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা বক্তব্য রাখব।
Leave a Reply