অর্থনীতি | তারিখঃ জানুয়ারি ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 446 বার
সাইবার জালিয়াতির মাধ্যমে ১০১ মিলিয়ন ডলারের রিজার্ভ চুরির ঘটনায় আজ (৩০ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে মামলা দায়ের করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আজ চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই তথ্য জানান।
তিনি বলেন, “আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় আদালতে মামলাটি করা হবে।”
এ ঘটনায় প্রাথমিক তদন্তে ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন (আরসিবিসি) এবং অন্যান্য যেসব সংস্থান নাম উঠে এসেছে, মামলায় তাদের অভিযুক্ত করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট সিস্টেমের ৭০টি ভুয়া পরিশোধ অর্ডার পাঠিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে নেয় হ্যাকাররা।
ঘটনাটিকে বিশ্বের সবচেয়ে বড় সাইবার অপরাধগুলোর মধ্যে অন্যতম বলে গণ্য করা হচ্ছে।
Leave a Reply