জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 574 বার
একাদশ জাতীয় সংসদ বুধবার যাত্রা শুরু করেছে। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
গত ৯ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
বিশ্নেষকরা মনে করছেন, এই সংসদ কতটা প্রাণবন্ত ও কার্যকর হবে তার অনেকটাই নির্ভর করছে বিরোধী দলের ভূমিকার ওপর। সরকারের কাজের জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে এই সংসদের মূল চ্যালেঞ্জ।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ। ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে তারা। জোটগতভাবে পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে মাত্র আটটি আসন পেয়েছে।
আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা গত ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এদিকে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জোটের নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
Leave a Reply