ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও এই ফ্রন্টের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের বিষয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত জেনেছেন দলটির নেতারা।

ঐক্যফ্রন্টের যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা শপথ নিক এবং সংসদে যাক সেটি চান না খালেদা জিয়া। একই সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি থাকুক এটিই চান তিনি।

সম্প্রতি আদালতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন একাধিক বিএনপি নেতা সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত তিনবার খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতে হাজির করা হয়। গত ৩, ১৩ ও ২১ জানুয়ারি তাঁকে ওই কারাগারে আনা হয়। এ সময় আইনজীবী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা হয় খালেদা জিয়ার।

খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন নেতারা না প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়া চান, ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ না নিক। এছাড়া ঐক্যফ্রন্ট অটুট থাকুক সেটিও চান বিএনপি নেত্রী। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে থাকা দলগুলোকে নিয়ে সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলন গড়ে তোলার বিষয়ে মত দিয়েছেন খালেদা জিয়া।