নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’বলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে দায়ের করা ১৫ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম। পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলায় করা ১৫ মামলায় ছয় মাসের জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছেন।

তবে খুরশীদুল আলম বলেন, ১৫ মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। এর মধ্যে ১১ মামলায় তিনি জামিন পেয়েছেন।

গত ১৬ অক্টোবর একাত্তর টিভির টক শোতে এক নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলার পর থেকেই ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মামলা হয়। এরমধ্যে রংপুরের এক মামলায় গত ২৩ অক্টোবর রাতে ঢাকার উত্তরা থেকে মইনুলকে গ্রেফতার করে পুলিশ। মইনুল হোসেনের বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলার মধ্যে ২০টি মানহানির। বাকি দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে।