একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যরা।

ভোটকেন্দ্রে অন্যান্য ভোটারদের যেন সমস্যা না হয় সেজন্য সামনের গেট দিয়ে না গিয়ে সিটি কলেজের পেছনের একটি গেট দিয়ে বিশেষ ব্যবস্থায় প্রবেশ করেন শেখ হাসিনা। ভোটদান শেষে সেই পথ দিয়েই বেরিয়ে যান।

ভোট দিয়ে বের হয়ে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে নিজ দলের জয়ের আশা ব্যক্ত করেন। বলেন, ‘নৌকার জয় হবেই, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমরা সহিংসতা চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই।’

প্রধানমন্ত্রী সবাইকে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দেয়ার আহ্বান জানান।

রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী আবদুল মান্নান।