জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ২৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 484 বার
আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের (২৯ ডিসেম্বর ১৯১৪ – ২৮ মে ১৯৭৬) জন্মদিন। তিনি এদেশের চিত্রশিল্প-আন্দোলনের জনক। তিনি আজীবন মাটি ও মানুষের কাছাকাছি থেকে শিল্পকে তাঁদেরি মুখপত্র করতে চেয়েছেন, প্রতিবিম্ব করতে চেয়েছেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে ১৫ লক্ষ বাঙালির মৃত্যু হয়েছিল। পখে-ঘাটে, এখানে-সেখানে লাশ আর লাশ, হাজার হাজার কংকালসার মানুষ, ডাষ্টবিনের পচা এটোঁ কাঁটা নিয়ে মানুষে কুকুরে কারাকারি। সাম্রাজ্যবাদের সৃষ্ট এ মানবতা বিরোধী অভিঘাতে জয়নুল আবেদিন বিচলিত হলেন, ক্ষুব্ধ হলেন। তিনি বাদামী কাগজে খাগের কলমে আঁকলেন মানুষের দুঃখের চিত্র অসংখ্য চিত্র; এ চিত্রমালাই তাঁকে আন্তর্জাতিক শিল্পাঙ্গনে পরিচিতি এনে দেয়। এর পর থেকে মৃত্যুর শেষ সময়টি পর্যন্ত তিনি ছিলেন মানুষের মুক্তির সংগ্রামের সহযোদ্ধা। পশ্চিমা চিত্রশিল্পকে প্রাচ্যের করে উপস্থাপনের উদ্যোগ আরো আগেই অবনিন্দ্রনাথ সহ কেউকেউ গ্রহণ করেছিলেন। কিন্তু একে নেহায়েৎই বাঙালির করে জয়নুলই প্রথম উপস্থাপন করলেন। তাঁর সমস্ত চিত্রকলা জুড়ে মহিয়ান হয়েছেন অনাহারি, অর্ধাহারি, খেটে খাওয়া মানুষ, এবং তারা বাঙালি। চিত্রশিল্পও যে কোন প্রতিবাদের প্রতিচ্ছবি বা প্রতিরোধের হাতিয়ার অথবা অধিকার-সাম্য-স্বাধীনতার ভাষা হতে পারে তা এদেশে শিল্পাচার্য জয়নুল আবেদিনই আমাদের প্রথম দেখিয়েছেন।
Leave a Reply