জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ২৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 501 বার
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। তারা সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে সেনাকর্মকর্তা পরিচয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বুধবার এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল বা তদূর্ধ্ব পদবির কর্মকর্তা পরিচয় দিয়ে প্রার্থীদের ফোন করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এমন কিছু প্রতারক গ্রেফতার হয়েছে। ভবিষ্যতেও এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তির এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোর আশঙ্কা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্নিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার অনুরোধ করা হলো।
এদিকে, পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগসহ অন্যান্য মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে। তারা বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। গুজবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হয়।
এসব বিভ্রান্তি এড়াতে ও সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে নির্বাচনকালে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর সহায়তা নেওয়া যাবে। কোনো বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে মনে হলে ‘৯৯৯’ নম্বরে কল করার জন্য সবাইকে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
Leave a Reply