নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মনিরুল হক মিঠু (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় সুবর্ণচর উপজেলায় আল আমিন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মনিরুল হক মিঠুর বাড়ি জেলা শহর মাইজদীর উজ্জলপুর গ্রামে। তিনি পিকেএসএফ-এর প্রোগ্রাম অফিসার হিসাবে হাতিয়া চানন্দী দ্বীপ উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও চরজব্বর থানা পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল আরোহী মিঠু মাইজদী থেকে কর্মস্থলে যাওয়ার পথে সোনাপুর – চেয়ারম্যান ঘাট সড়কের আল আমিন বাজারে এলে বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী পিকআপ-এর মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যানটি সোনাপুর ফাঁড়ি থানায় জব্দ করা হয়েছে।