হাইটেক | তারিখঃ ডিসেম্বর ২৫, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 821 বার
তাইওয়ানে ২০১৯ সাল থেকে শুধুমাত্র ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। তাই দেশটির সরকার এ বছরের শেষের দিকে থ্রিজি সেবাকে সম্পূর্ণরূপে বন্ধ করতে যাচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জেডনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের অধিকাংশ জনগণ ইতোমধ্যে ফোরজি নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে। তারপরও দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ মানুষ থ্রিজি ব্যবহার করছে। বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোরজি নেটওয়ার্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে স্থানীয় বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে ২০১৭ সালের ১ জুলাই দেশটিতে টুজি নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়। এবার দেশটির টেলিকম অপারেটর ও স্থানীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ফোরজি কাভারেজের উন্নয়ন প্রত্যাশিত হওয়াতে থ্রিজি নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার।
Leave a Reply