অনশনের চতুর্থদিনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ৯টার দিকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত রবিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল-বল্লভবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীসহ কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। হামলায় প্রচার বহরের চারটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন। এরপর লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অনশনে বসেন।

এদিকে এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ছেলেসহ ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ।