অপরাধ সংবাদ | তারিখঃ ডিসেম্বর ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 454 বার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ (পলাশ) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড. আবদুল মঈন খান বলেছেন, আজ দুপুরে পাঁচদোনা বাজারে আমার শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণাকালে পুলিশ স্কোয়াডের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক সন্ত্রাসী হামলা করে। আজকে বিজয় দিবসের এই দিনে নারকীয় হামলা চালিয়ে আওয়ামী লীগ জাতির উপর কলঙ্ক লেপন করেছে। দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে, চালক ও সহকারীসহ ৫০ জন নেতাকর্মীসহ সাধারণ নিরীহ মানুষকে আহত করেছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় জেলা আইনজীবী সমিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ আজ দেশটিকে সন্ত্রাসের জনপদে রূপান্তরিত করেছে। তারা যদি সত্যি উন্নয়নের জোয়ার বয়ে দিয়ে থাকে তাহলে তারা কেন বিরোধী দলতে নির্বাচনের প্রচারণা থেকে হটিয়ে দিতে চায়? তাদের এত ভয় কিসের? তারা যদি মনে ২০১৪ সালের মতো ওয়াকওভারের রাজনীতি করবে, সেটা ভুলে যান। সবকিছু এত সহজ নয়।
এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ঘটনার সময় সেখানে পুলিশ ছিলো না।
Leave a Reply