আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুজিবনগর সরকারের পরিচালনায় ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিন বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রাজাকার-আলবদরদের সহায়তায় যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানি বাহিনী ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছে, সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে একরাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।