জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 476 বার
কক্সবাজারেরর টেকনাফে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, নির্বাচনে নাশকতার পরিকল্পনায় বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিএনপির ১৮ নেতাকর্মীকে করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪টি লম্বা কিরিচ, ছয়টি পেট্রোল বোমা ও লাঠি উদ্ধার করা হয়েছে।
তবে বিএনপির নেতাদের দাবি, বিকেলে সাবরাং নয়াপাড়ার বাসিন্দা নয়াপাড়া নবী হোসেন উচ্চবিদ্যালয় মাঠে একজনের জানাজা নামাজ অনুষ্টিত হয়। ওই জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। নামাজ অংশ নিতে অাসা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাশেম, সোলতান আহমদসহ কয়েকজন মাঠে বসে নির্বাচন উপলক্ষ্যে কর্মী সমাবেশ করছিলেন। এমন সময় একদল পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
বিএনপির প্রার্থী শাহ জাহান চৌধুরী বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেকনাফ থানা পুলিশ দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এতে নিবার্চনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করেছি।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নাশকতার পরিকল্পনায় একটি বৈঠক থেকে ১৮জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply