জাতীয় স্বদেশ, রাজনীতি | তারিখঃ ডিসেম্বর ১১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 449 বার
বিএনপির দুই সিনিয়র নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে বুধবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১০ ডিসেম্বর) এই দুই জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে উচ্চ আদালত। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এ আদেশের বিরুদ্ধেই আবেদন করে নির্বাচন কমিশন।
এদিকে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাতীয় পার্টির নেতা রুহুল আমীন হাওলাদার, বিএনপি নেতা মীর নাসির ও মীর হেলালের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
ফলে তাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা কোরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল। এছাড়া বগুড়ার তিন উপজেলা চেয়ারম্যানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত
Leave a Reply