জাতীয় স্বদেশ | তারিখঃ ডিসেম্বর ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 473 বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান। আজ (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মনির খান বিএনপি ছাড়া ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে মনির খান জানান, তিনি গত ১০ বছর যাবত দলটির সংকটকালে সবসময় তৎপর ছিলেন। কিন্তু শেষ সময়ে এসে মনোনয়ন না পাওয়াতেই এই সিদ্ধান্ত।
প্রাথমিকভাবে দলের মনোনয়নের চিঠি পেয়ে জমাও দিয়েছিলেন। কিন্তু আসনটি জোটের শরিক জামায়াতকে ছেড়ে দেওয়ায় চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়নি তার। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মনির খান।
রোববার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মনির খান বলেন, এত অনিয়মের মধ্যে থাকা যায় না। তাই সিদ্ধান্ত নিয়েছি দল থেকে পদত্যাগ করবো।
ঠিক কেমন অনিয়ম জানতে চাইলে তিনি বলেন, আমরা শিল্পী, আমরা আসলে সম্মান চাই। যেটা দল থেকে পাইনি। তাই এই সিদ্ধান্ত।
বিএনপি সূত্র জানায়, আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।
Leave a Reply