পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি প্রার্থী গোলাম মওলা রনির স্বাক্ষর না থাকায় আটকে ছিল মনোনয়নপত্র। আপিলের মাধ্যমে বৃহস্পতিবার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গত রোববার হলফনামায় স্বাক্ষর না থাকায় রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী।

প্রার্থিতা ফিরে পেতে পরে ইসিতে আপিল করেছিলেন রনি।