রাজনীতি | তারিখঃ নভেম্বর ২৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 523 বার
জেলায় জেলায় সমন্বয় কমিটি গঠন করা হবে।
শুক্রবার রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন,শিগগিরই দেশের সব জেলায় সমন্বয় কমিটি গঠন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী । এরই মধ্যে সারাদেশে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত এসব কমিটি গঠন করা হবে। কমিটিতে ঐক্যফ্রন্টের দলগুলোর একজন করে প্রতিনিধি থাকবেন।
বুলু অভিযোগ করেন, নির্বাচন কমিশন ২০ শতাংশও নিরপেক্ষ হতে পারেনি। সরকারি দলের সম্ভাব্য প্রার্থীরা এখনই নির্বাচনী প্রচার চালাচ্ছেন, আর গ্রেফতার হচ্ছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। এসব দেখেও নির্বিকার ইসি।
ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চার থেকে পাঁচ দিনের মধ্যে ইশতেহার প্রকাশ করা হবে।
নির্বাচনে আসন ভাগাভাগি ও মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে বুলু বলেন, এসব দায়িত্ব ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। মনোনয়নপ্রাপ্তরা নির্বাচনের সময় জেলে থাকলে সেখান থেকেই তারা নির্বাচনে অংশ নেবেন। তবে বিকল্প প্রার্থীও হাতে রেখেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৈঠকে বরকত উল্লাহ বুলু ছাড়াও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জেএসডির নেতা শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
Leave a Reply