আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,
নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায় উন্নয়ন চায়। গ্রামেগঞ্জে নির্বাচনী উত্সব শুরু হয়েছে এবং নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে, তা অভূতপূর্ব উন্নয়ন।
শান্তি এবং উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এর আগে তিনি নির্মাণাধীন কাজিপুর উপজেলা পরিষদ ও ৫০০ আসনবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়াম পরিদর্শন করে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিন বলেন, নির্বাচনী ডামাডোল বেজে উঠেছে। জনগণও নির্বাচনমুখী। কোনোভাবেই নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করা যাবে না। সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারবদ্ধ। তবে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে।

কোনো অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এ নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।