জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 469 বার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের
ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর এ অবস্থার সৃষ্টি হয়। বিএনপি কর্মী সমর্থকদের একটি মিছিল বিএনপি কার্যালয়ে আসার সময় পুলিশ নিষেধ করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
সংঘর্ষের সময় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিএনপির নেতাকর্মীরা এসময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি কেন্দ্র করে সড়কে বিএনপি নেতাকর্মীরা ভিড় করছিলেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল। পুলিশ সড়ক খালি করার চেষ্টা করছিল। এ থেকেই ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত।
বেলা ১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। আর বিএনপির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইটপাটকেল। সংঘর্ষে এখন পর্যন্ত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।
Leave a Reply