কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করা হয়। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বলেছিলাম আলোচনায় বসুন। তিনি বসেননি। খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম হরতাল প্রত্যাহার করার। কিন্তু তাদের সেই সৌভাগ্য হয়নি। জনগণই হরতাল উঠিয়ে নিয়েছে। আজ যে মুহুর্তে প্রধানমন্ত্রী আলোচনায় বসেছেন তখন থেকেই দেশের পরিস্থিতি একটু হলেও ভালো হয়েছে।

ঐক্যফ্রন্টের ৭ দফাকে সমর্থন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এই মুহূর্তে জনগণের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আমার দল জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় উপস্থিত বিএনপি নেতা বরকত উল্যাহ বুলু, মো. শাহজাহান ও গণফোরামের নির্বাহী সভাপতি এভভোকেট সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।