অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ নভেম্বর ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 548 বার
রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদ এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ।
গ্রেফতারকৃত জেএমবি’র সদস্যরা হলো- মোঃ আব্দুল মালেক (৪৪), মোঃ নজরুল ইসলাম হৃদয় (৩১), আঃ রব ওরফে রবি (২৭) ও আঃ হান্নান (২২)। এ সময় তাদের হেফাজত হতে ৫ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, ২টি মোবাইল ও ৪টি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।
কাউন্টার টেরোরিজম সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭.২০ টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের ১নং গেইটের পাশে খালি জায়গায় ১০/১২ জন লোক শলাপরামর্শ করছিল দেখে সেখানে যায় কাউন্টার টেরোরিজম বিভাগের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারে পর তাদের দেহ তল্লাশি করে উল্লেখিত আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশে খিলাফত ও শরিয়াহ আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কাজের পরিকল্পনার অংশ হিসেবে তারা উক্ত স্থানে মিলিত হয়েছিল। তারা সবাই জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানায়।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে।
Leave a Reply